দুই কৃষককে ছেড়ে দিল বাংলাদেশ

মনিকা হালদার,বহরমপুরঃ অবশেষে দুই ভারতীয় কৃষককে ছেড়ে দিল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৩ নম্বর ওপি দিয়ে বামনাবাদ চরে নিজের জমিতে চাষ করতে গিয়েছিল নয়ন সেখ ও সাহিদুল সেখ । সেই সময় বাংলাদেশিরা তাঁদের  তুলে নিয়ে যায় । শুক্রবার সকাল থেকে বিজিবি আধিকারিকদের সাথে সফায় দফায় বৈঠক (ফ্ল্যাগ মিটিং) করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, পদ্মায় জেগে ওঠা চরে সীমান্ত লাগোয়া এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে চাষবাস করেন জলঙ্গির কাগমারিতে। গত বৃহস্পতিবার তিন বাংলাদেশি কাগমারির ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে ঢুকে পড়ার অভিযোগে তাঁদেরও নিয়ে যাওয়া হয়েছিল বিএসএফ ক্যাম্পে। এদিন ওই বাংলাদেশি তিনজনকেও ছেড়ে দেওয়া হয়।

বিএসএফের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি কুনাল মজুমদার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। দুপক্ষের মধ্যে বৈঠক করে সেটা মিটিয়ে নেওয়া হয়েছে। উভয় পক্ষই তাদের নাগরিকদের হস্তান্তর করেছে।’

Google news