Camac Street : নাকা চেকিং থেকে বাঁচতে উচ্চবেগে ছুটল গাড়ি! কলকাতার বুকে রোমহর্ষক ঘটনা

বুধবার রাতে কলকাতার ক্যামাক স্ট্রিট (Camac street) এলাকার এই ঘটনায় তিন পুলিশকর্মী-সহ পাঁচ জন আহত হয়েছেন। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের আশঙ্কা, দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত।

পুলিশ সূত্রে খবর, রাত্রিবেলা ক্যামাক স্ট্রিট (Camac street) এলাকায় নাকা চেকিং করছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। একটি গাড়ি আটকাতে যান তাঁরা। অভিযোগ, চার পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ওই গাড়িটি। দ্রুত গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বরদান মার্কেটের সামনের ফুটপাতে গাড়ি তুলে দেন চালক। সেই সময় ফুটপাতে তিনজন পথচারী ছিলেন। তাঁরা পড়ে গিয়ে আহত হন। আরও একটি বাইক থেকে এক চালক পড়ে যান। পরে ওই গাড়ি ও চালকসহ দুজনকে আটক করে পুলিশ। দ্রুত আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আহতের মধ্যে একজন হোমগার্ড ও দুই সার্জেন্ট ছিলেন। শেক্সপিয়ার সরনির থানায় ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় ও চালক। ইতিমধ্যেই অভিযুক্তদের জেরা করছে পুলিশ। তারা কেন এভাবে পালাচ্ছিল। গাড়িতে কি কোনও মাদক ছিল? তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Google news