Sandeep Ghosh: সন্দীপ ঘোষের সূত্র ধরে স্বাস্থ্য দপ্তরের তিন ডাক্তারের খোঁজে সিবিআই

sandeep ghosh

সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে(Sandeep Ghosh) মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷

সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷

এদিকে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটির শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, তা আগেই জানানো হয়েছিল। এ বার জানা গেল, অন্য বেঞ্চেও আরজি করের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।

৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ১৩ আগস্ট মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অর্থাৎ কলকাতা পুলিশের হাতে তদন্ত করার জন্য সাকুল্যে যে পাঁচদিন সময় ছিল, তাতেই মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তদন্তে বেশ উল্লেখযোগ্য অগ্রগতিও হয়।

Google news