বর্ষার দাপটে তছনছ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের (Darjeling) পার্বত্য এলাকা। এবার উত্তরে বর্ষা পৌঁছেছে সময়ের আগেই। আর তারপর থেকেই কার্যত তাণ্ডব দেখিয়েছে প্রকৃতি। ভোগান্তি চরমে উঠেছে উত্তরবঙ্গে। একের পর এক ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি। বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পংগামী একাধিক রাস্তা।
১০ নম্বর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। তার পর সিকিম , কালিম্পং, দার্জিলিং ছিন্ন হয়ে যায়। বহু পর্যটক আটকে পড়েন পর্যটন কেন্দ্রে। হোটেলে আটকে পড়েন অনেকে। দুর্ভোগের মধ্যে পড়তে হয় পর্যটকদের। টানা বৃষ্টি এবং ধসের কারণে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রাস্তা মেরামত করার মাঝেই আবার নামে ভূমিধস। তারপরই টানা বর্ষণের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয় । এর জেরে শিলিগুলি থেকে তিস্তা হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
তবে আগের থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমে গিয়েছে। এরই মধ্যে মেরামত হয়েছে রাস্তা। ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ । ফলে ফিরতে চলেছে পর্যটনের সোনা-দিন। আশায় বুক বাঁধছে পাহাড়ের পর্যটন ব্যবসায়ীরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিনই বৃষ্টির হবে পার্বত্য এলাকায় । সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে আগের মতো দুর্যোগের সঙ্কেত নেই।