ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সহ নাগরিকদের পাশে দাঁড়াল “স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপঃ  ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সহ নাগরিকদের পাশে দাঁড়াল রাজ্যের পূর্ত ও সেচ দপ্তরের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের বৃহত্তম সংগঠন “স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”।   গত ১৯ ও ২০ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ত্রাণ বিতরন করল  FEATO,WB অন্তর্গত শতবর্ষ পুরোনো এই সংগঠনটি।

কাকদ্বীপ ও নামখানার নারায়ণগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাল, আলু, সোয়াবিন, ডিম, মুড়ি এবং ভোজ্য তেল সহ মোমবাতি, পানীয় জল এমনকি বেবি ফুড ও স্যানিটারি ন্যাপকিনও  বিতরণ করা হয়।

স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন- এরসাধারণ  সম্পাদক  রাজীব বিশ্বাস জানান, আগামী দিনে বন্যা বিধ্বস্ত উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েও ত্রাণ বিতরনের পরিকল্পনা আছে রাজ্যের পূর্ত ও সেচ দপ্তরের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের বৃহত্তম এই সংগঠনের। এরপর রাজীব বাবু আরও জানান, এর আগেও  ‘State Engineer’s Association West Bengal’  সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর কোভিড রিলিফ ফান্ডেও দশ লক্ষ টাকা  দান করেছে। Assistant Engineer থেকে Chief Engineer পর্যন্ত এই Association এর সকল সদস্য এক দিনের বেতন দিয়ে এই লড়াইয়ে সামিল হয়েছে। তাঁরা এখন পরিকাঠামো গড়ার পাশাপাশি  সমাজ গড়ার কারিগর হয়ে উঠতে চাইছে বলে জানালেন সংগঠনের সম্পাদক রাজীব বিশ্বাস।

Google news