খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু ‘ন-পাড়া দাদাভাই সংঘ’-এর

পল্লব হাজরা, বরাহনগর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। মা কে বরণ করে নিতে সারা বছর অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। মুখ ভার করা নিম্নচাপে কিছুটা বিষন্নতা থাকলেও মাঝে মাঝে আগাম শরৎ- এর নীলাভ আকাশ দেখা দেওয়ায় প্রকৃতি জানান দেয় হাতে আর মাত্র কয়েকটা দিন, কান পাতলেই যেন শোনা যায় ঢাকের বাদ্যি সহ আগমনী গান ।

আজ শনিবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে ১৮ তম বছরের পুজোর কাউন্টডাউন শুরু করে দিল ‘ন-পাড়া দাদাভাই সংঘ’। বরাহনগরের বুকে অন্যতম পূজোমণ্ডপ গুলির মধ্যে ‘দাদা ভাই সংঘ’ প্রতি বছর দর্শনার্থীদের নজর কারে। এবছর তাদের ১৮ তম বছরে পদার্পণ ।

এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, কো ওর্ডিনেটার অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু, বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ পাহাড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্ত্ব।