ফের লাইনচ্যুত ট্রেন(Train Accident)। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনা গ্রস্থ হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের ১৮ টি কামরা। ট্রেনে আটকে থাকতে পারে বাংলার বহু যাত্রী। ঘটনায় শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনার কথা জানিয়ে সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ভোরেই ঘটেছে ঝাড়খণ্ডের এই ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ঘটনায় মৃত ২ এবং আহত প্রায় ২০। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বারবার রেল দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আমি সত্যিই জানতে চাই, কেমন সরকার? প্রতিটা সপ্তাহই এক একটা দু:স্বপ্নের মতো, মৃত্যু এবং আহতের মিছিল যেন শেষই হচ্ছে না। আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে?’’
সূত্রের খবর অনুযায়ী, ওই ট্রেনে রাজ্যের বহু যাত্রী থাকার সম্ভাবনা আছে। সকাল থেকে এই দুর্ঘটনার মনিটারিং চলছে নবান্নের পক্ষ থেকে। ইতিমধ্যে ঝাড়খণ্ড রাজ্যের পুলিশের ডিজি-এর সঙ্গে কথা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যের ডিজির সঙ্গে কথা হয়েছে। ঝাড়গ্রাম থেকে পুলিশের একটি দল রওনা হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে।