৯’টি মামলায় ২০০০ টাকায় জামিন পেলেন মুকুল

প্রনব বিশ্বাস, ব্যারাকপুরঃ নিজের মামলার শুনানির দিনে ব্যারাকপুর আদালতে গেলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় । তাঁর বিরুদ্ধে নোয়াপাড়া, জগদ্দল ও নৈহাটি এই তিনটি থানায় বিভিন্ন এলাকার কিছু মানুষ ৯’টি মামলা করে । মঙ্গলবার সেই মামলার জামিন নিতে আদালতে যান মুকুল রায়।

দুহাজার টাকা ব্যক্তিগত বন্ডে তিনি জামিন নেন। জামিন নেওয়ার পর মুকুল রায় জানান, ২০১৭ সালে তিনি যখন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যান তারপর থেকেই তাকে এই মামলাগুলো দেওয়া হয়েছিল। যারা মুকুল রায়ের বিরুদ্ধে কেস করেছিলেন তারা লিখিতভাবে কেস তুলে নিলেও পুলিশ কিন্তু সেই কেসের চার্জশিট দেয়নি।

প্রসঙ্গত, রেল প্রতারণার মামলাতেও নাম জড়িয়েছে মুকুল রায়ের। এই মামলায় বেহালার সরশুনা থানায় মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। মুকুল ও আরও চারজনের নামে ওই এলাকারই এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রেল বোর্ডের সদস্য করার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন ওই বাসিন্দা।

এছাড়াও ২০১০ সালে লাভপুরের বুনিয়াডাঙা গ্রামে সিপিএম সমর্থক বলে পরিচিত তিন ভাইকে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের। এই মামলায় প্রথম চার্জশিটে মুকুলের নাম ছিল না। কিন্তু কদিন পরেই ওই খুনের মামলায় অতিরিক্ত চার্জশিটে মণিরুলের পাশাপাশি মুকুল রায়ের নাম রাখা হয়।

Google news