জলপথে কলকাতা যাওয়ার ওয়াটার বাস পরিষেবার উদ্বোধন নৈহাটির বিধায়কের

প্রনব বিশ্বাস,হালিশহরঃ রাজ্যের পরিবহন দফতর এবং হালিশহর পুরসভার উদ্যোগে জলপথে কলকাতা যাওয়ার অভিনব পরিষেবার উদ্বোধন করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷

মঙ্গলবার অত্যাধুনিক ওয়াটার বাস(ক্রুইজ) পরিষেবার উদ্বোধন হল হালিশহর ডানলপ ঘাটে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচাৰ্য, হালিশহর, নৈহাটি এবং কাঁচরাপাড়া পুরসভার মুখ্য প্রশাসক যথাক্রমে রাজু সাহানি, অশোক চট্টোপাধ্যায় এবং সুদামা রায়৷ এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুরের তৃণমূল নেতৃত্ব৷

এদিন এই ওয়াটার ক্রুইজ উদ্বোধন অনষ্ঠানে পার্থ ভৌমিক বলেন, ‘‘মানুষ অনেক উপকৃত হবে৷ কোভিড পেন্ডামিকে সড়কপথে যানযট তৈরি হয়েছে৷ সেখানে জলপথে এই পরিষেবায় মানুষ অনেক আরামে ভ্রমণ করতে পারবেন৷ প্রতিদিন সকাল ৬ টায় হালিশহর ডানলপ ঘাট থেকে কলকাতা বাবুঘাট পর্যন্ত চালাচল করবে৷ টিকিট দর মাথাপিছু ২৩০টাকা৷ এছাড়া সপ্তাহে শনিবার এবং রবিবার গঙ্গাসাগর কঁচুবেরিয়া পর্যন্ত যাত্রা করবে৷’’

Google news