নন্দীগ্রামের তেখালীতে মমতার জনসুনামী জনসভায় গর্জন উঠল গদ্দার হটাও

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তেখালীতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা জনসুনামীতে পরিণত হল।তিন লক্ষাধিক মানুষের সমাগমে জনসভায় গর্জন উঠল গদ্দার হটাও,তৃতীয় বারের জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করে সম্প্রীতি ও উন্নয়নের সোনার বাংলার জয়যাত্রা অব্যাহত রাখার শপথে অঙ্গীকারবদ্ধ বজ্রমুষ্ঠি তে সভায় জনসমর্থনের ঢেউ আছড়ে পড়ল।

মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার জন্য বিজেপির মত সাম্প্রদায়িক ও বিভেদ কামী শক্তির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানান। বাংলার সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে হিংসা, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির অবসানের ডাক দেন।

নন্দীগ্রাম ভূমি আন্দোলনের সুমহান ঐতিহ্য, আত্মত্যাগ,সংগ্রামের ইতিহাসের পথ বেয়ে বিভেদকামী, সাম্প্রদায়িক ও উন্নয়ন বিরোধী বিজেপি ও দোসরদের বাংলার মাটিতে পর্যদুস্ত করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ মানস ভূঞ্যা,দোলা সেন,জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র,বিধায়ক অখিল গিরি, অর্ধেন্দু মাইতি, সেক সুপিয়ান, আবু তাহের, মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, অধ্যাপক জ্যোতির্ময় কর,অমিয় ভট্টাচার্য, ফিরোজা বিবি, ডাঃ শান্তনু সেন,ইন্দ্রনীল সেন প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান জনসভায় তিন লক্ষাধিক মানুষের সমাগমে প্রত্যাশা ছাড়িয়ে জনসুনামীতে পরিণত হয়েছে। বিশ্বাসঘাতক ও বিভেদকারী শক্তির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের জোটের প্রতিফলন অাজকের জনসভায় ঘটেছে বলে জানান মামুদ হোসেন।

Google news