Durgapuja: এবার পুজোয় শান্তির বার্তা সোদপুর বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির


খবর এইসময় ডেস্ক  বিশ্ব আঙিনায় হেরিটেজ তকমা অর্জন করেছে বাংলার দুর্গোৎসব (Durgapuja)। আর সেই শারদ উৎসবের মাধ্যমে শহরবাসীকে চমক দেওয়ার জন্য তৈরি বিষয় ভাবনায় এবার শিল্পের আন্তর্জাতিক মেলবন্ধন দেখা যাবে উত্তর শহরতলীর ব্যারাকপুর শিল্পাঞ্চলের পূজো গুলিতে (Durgapuja)। মাঝে বেশ ক’টা দিন প্রবল বর্ষণে মণ্ডপ সজ্জার কাজ ব্যহত হওয়ায় প্রত্যেক পুজো কমিটির উদ্যোক্তাদের কপালে ভাঁজ পড়েছিল এই ভেবে যে, পুজোটা না মাটি হয়ে যায়! তবে সেই সেই ভাবনায় জল ঢেলে দিয়ে সূয্যি মামার প্রখরতায় নতুন উদ্যমে কাজ শুরু করেছে শিল্পী থেকে কারিগড়েরা।

দক্ষিনে বরানগর থেকে উত্তরে বিজপুর গোটা শিল্পাঞ্চলের পুজো প্যান্ডেল (Pandal) গুলোতে দেখা গেল শিল্পীদের চূড়ান্ত ব্যস্ততা। পিছিয়ে নেই সোদপুর (Sodepur) এইচ বি টাউন(HBTown)। উত্তর শহরতলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী পুজো বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। অভিনবত্বের ছোঁয়া রেখে প্রতিবছরই দুর্গোৎসবের মাধ্যমে সমাজে বিশেষ বার্তা দিয়ে থাকে।এবছরও তার অন্যথা হয়নি। বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যদিও ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরে এই দুর্গোৎসব এখন আর শুধু বাঙালি নয়, সব ধর্মের মানুষই এই দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠেন। শান্তির বার্তা দিতে প্রাক হীরক জয়ন্তী বর্ষে অর্থাৎ ৭৪ তম বর্ষে তাদের ভাবনা “ধর্ম যার যার মা দুর্গা সবার।”

কেন এমন ভাবনা? কি থাকছে এ বছরের থিমে ? কবে হবে উদ্বেধন ? তা সবটাই জানালেন পুজো কমিটির সাধারণ সম্পাদক কৌশিক সেনগুপ্ত ….ভিভিওটি দেখুন

Google news