আরজি কর নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। গত মঙ্গলবারই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযান করা হয়েছিল। ওই কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। পাল্টা হিসেবে উদ্যোক্তাদের বিরুদ্ধে পুলিশকে মারধরের গুরুতর অভিযোগ আনা হয়েছে। নেপথ্যে কোনও শক্তি রয়েছে বলেই দাবি করেছিলেন এডিজি আইনশৃঙ্খলা সুপ্রতীম সরকার।এবার সেই পুলিশ কর্তাকে নিশানা করেই টুইটে বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
একই সঙ্গে সোশ্য়াল মাধ্যমের বেশ কিছু পোস্টের স্ক্রিন শট দিয়ে শুভেন্দু দাবি করেছেন, ‘কার্বাইট দিয়ে জোর পূর্বক সবকিছু পাকানো যায়। কিন্তু আরজি কর ভোলা যাবে না।’শুভেন্দুর শেয়ার করা স্ক্রিন শটগুলিতে লেখা, ‘পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। হচ্ছে বড় ছেলেও তোমার, তার দায়ও কি পুলিশের একার’।
সিঙ্গুর খ্যাত সুপ্রতীম সরকার,
পুলিশ অফিসারদের তাদের অনিচ্ছাসত্ত্বেও, তাদের দিয়ে জোর পূর্বক এই পোস্ট করাচ্ছেন, আবার ৪৮ ঘন্টা স্যোশাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদান ও দিচ্ছেন।
কার্বাইট দিয়ে জোর পূর্বক সবকিছু পাকানো যায়। কিন্তু আর.জি.কর ভোলা যাবে না। #JusticeforRGKar pic.twitter.com/z3rfI8jh7H— Suvendu Adhikari (@SuvenduWB) August 30, 2024
পুলিশ কর্তা সুপ্রতীম সরকারকে ‘সিঙ্গুর খ্যাত’ সম্বোধন করে শুভেন্দু লিখেছেন, ‘সিঙ্গুর খ্যাত সুপ্রতীম সরকার পুলিশ অফিসারদের তাদের অনিচ্ছাসত্ত্বেও, তাদের দিয়ে জোর পূর্বক এই পোস্ট করাচ্ছেন, আবার ৪৮ ঘন্টা স্যোশাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদানও দিচ্ছেন।”বস্তুত, শুভেন্দুর শেয়ার করা স্ক্রিনশটগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, ধর্ষণ ব্যধির জন্য যে ভাবে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে ওই পোস্টে। বোঝাতে চাওয়া হয়েছে, সন্তান যদি কুপথে যায়, তার দায় কি পরিবার বা সমাজেরও নয়? পুলিশের ঘাড়েই বা সব দোষ চাপানো হবে কেন?
শুভেন্দুর অভিযোগ, আরজি করের আসল ঘটনার দিক থেকে মোড় ঘুরিয়ে দিতে কার্বাইড দিয়ে জোর করে পাকানোর মতো এক্ষেত্রেও নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে। সেজন্য এবার পুলিশ অফিসারদেরও জোর করে সোশ্যাল মাধ্যমে পাল্টা পোস্ট করানো হচ্ছে। তবে এসব করে আরজি করের নির্যাতিতার বিচার ধামাচাপা দেওয়া যাবে না বলেই মনে করেন বিরোধী দলনেতা।