খবর এইসময় ডেস্ক: গন্তব্যের আগেই মাঝ আকাশে হটাত্ ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান। কোনওভাবে রক্ষা পেয়েছেন যাত্রীরা। রবিবার মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে আসছিল এই বিমান। আসার পথেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বই থেকে ৪ টে ৫৭ মিনিটে এই বিমনাটি ওড়ে। স্পাইস জেট সংস্থার বিমান ছিল এটি। ৭ টা ২৭ মিনিটে তার অন্ডালে পৌঁছনোর কথা ছিল। কিন্তু অন্ডাল বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগে ঝড়ের কবলে পড়ে অন্ডালগামী এই বিমান। বিমানে সেইসময় খুব বড় রকমের ঝাঁকুনি হয়। বিমানের পাইলট কোনওভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল ঠিকই। কিন্তু এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়। প্রায় ৪০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে ১০ জনকে অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।