Sudipta Chakraborty: অপমানিত সুদীপ্তা চক্রবর্তী! ফেরত দিলেন সরকারি পুরস্কার

কাঞ্চন মল্লিকের মন্তব্যের জেরে ইতিমধ্যে দুই নাট্য ব্যক্তিত্ব ইতিমধ্যে তাঁদের সরকারি পুরস্কার ফেরাতে চেয়েছেন। সেই তালিকা আরও দীর্ঘ করে উঠে এল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নাম। ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) প্রথম জানান, তিনি সরকারি পুরস্কার ফেরত দিতে চাইছেন।

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক একটি সাক্ষাৎকারে বলেন, যেসব অভিনেতা-অভিনেত্রী রাস্তায় রয়েছেন, তাঁরা পুরস্কার ফেরত দেবেন কি না। কাঞ্চন মল্লিকের এই কথাতেই অপমানিত বোধ করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সেখান থেকেই তিনি পুরস্কার ফেরতের সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে সুদীপ্তা চক্রবর্তী বলেন, “অনেকদিন অভিনয় করছি, অনেক বছর ধরে। কোনওদিন কাউকে তেল মেরে, তাঁবেদারি করে, খুশি করে পুরস্কার পাওয়ার চেষ্টাও করিনি। তাঁবেদারি করা হয়, সেরকম কোনও অনুষ্ঠানেও যাইনি। আজ পর্যন্ত যে কটা পুরস্কার পেয়েছি, মনে করেছিলাম, নিজের যোগ্যতাতেই সেই পুরস্কার পেয়েছি। সেই রকম একটি পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ২০১৩ সালের ১৪ জুলাই পেয়েছিলাম। সেটা আমার দেওয়ালে টাঙানো ছিল। সেটা দেখে আমি গর্ব অনুভব করতাম। কিন্তু পরশু রাতে দেখলাম, এক বিধায়ক যারা রাস্তায় আছি, তারা পুরস্কার ফেরত দেব কি না সেই নিয়ে প্রশ্ন তোলেন। আপমানে লেগেছে।রাস্তায় তো থাকবই। এতদিন অন্যায় মুখ বুজে মেনে নিয়েছি, তাই আজ এই পরিস্থিতি। অন্যায় আর মেনে নেব না। আইনত ও সামাজিক দুই দিক থেকেই বিচার চাইছি। দর্শকদের কাজ পছন্দ হলে কাজ করে যাবো। পুরস্কার ফেরত নিয়ে নিন। পরিচালক ও প্রযোজক আমাকে যোগ্য মনে করলে ডাকবেন। পরের প্রজন্মকে কাজ শেখাচ্ছি। কিছু না কিছু করে ঠিক চালিয়ে নেব।” পাশাপাশি তিনি বলেন, “অভিনেতাদের পুরস্কার সম্মান নিয়ে ব্যঙ্গ করার সাহস কাঞ্চনের হয় কী করে।”

প্রসঙ্গত, রবিবার এক ধর্নামঞ্চ থেকে সরকারি চিকিৎসকদের পাশাপাশি কাঞ্চন মল্লিক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, সরকারি পুরস্কারে সম্মানিত হওয়ার পরেও অভিনেতা-অভিনেত্রীরা কীভাবে রাস্তায় নামছেন। রবিবার এই মন্তব্যের পরেই সোমবার চলে জোর বিতর্ক। অভিনয় জগতের বন্ধু ও সহকর্মীরা একের পর এক সমালোচনা করেন তাঁর মন্তব্যের। সারাদিনের বিতর্কের পর সোমবার রাতে একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু ক্ষমা প্রার্থনায় মন গলাতে পারেননি অভিনেতা, অভিনেত্রী ও নাট্য বক্তিত্বদের। মঙ্গলবার একের পর এক শিল্পীরা নিজেদের পুরস্কার ফেরাতে শুরু করেন। তালিকায় নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সঞ্চিতা রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নাম।

Exit mobile version