Sujay Krishna Bhadra: আজও হাজিরা দিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র! নেওয়া হল না কণ্ঠস্বরের নমুনা

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ আবারও পিছিয়ে গেল। একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও শারীরিক অসুস্থতার (Sujay Krishna Bhadra) কারণে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে মামলার গতি মন্থর হয়ে পড়ছে, যা সিবিআই তদন্তের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে (Sujay Krishna Bhadra) ।

মঙ্গলবার সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করা এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের পাঠানো মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, তিনি অসুস্থ এবং বর্তমানে জেল হাসপাতালেই চিকিৎসাধীন। এর ফলে নির্ধারিত তারিখেও নমুনা সংগ্রহ সম্ভব হয়নি।

সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ‘কালীঘাটের কাকু’। এই লেনদেনের সময় তাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, এমন কিছু অডিয়ো স্যাম্পেল সিবিআইয়ের হাতে রয়েছে। টাকা লেনদেনের সময় কিছু অডিও স্প্যাম্পেল সিবিআইয়ের হাতে আসে। তদন্ত সংস্থা সেই অডিয়োর সঙ্গে তাঁর কণ্ঠস্বরের মিল খুঁজতে চায়। ইতিমধ্যে আদালত সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে। কিন্তু বারবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া থমকে যাচ্ছে। বারবার দিনও ধার্য হয়েছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। এমনকী বেসরকারি হাসপাতাল থেকে জেলে ফেরত এলেও তিনি এখনও অসুস্থ। তাই আজও তাঁর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারেনি সিবিআই। দেখার বিষয় কবে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারে সিবিআই।

 

গত ২০ জানুয়ারি সুজয়কৃষ্ণ ভদ্র বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফের অসুস্থতার কারণে জেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনবার তারিখ ধার্য হলেও নমুনা সংগ্রহ সম্ভব হয়নি। এবার চতুর্থবারও একই পরিস্থিতি তৈরি হলো।

 

উল্লেখ্য, ইডির মামলায় অব্যাহতি পেলেও সিবিআইয়ের হাতে গ্রেফতার রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আদালত তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিলেও শারীরিক অবস্থার অজুহাতে তা পিছিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, কবে তা সম্ভব হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Exit mobile version