Firhad Hakim: উস্কানিমূলক মন্তব্যে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন! ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্তের

এবার কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । প্রায় একই অভিযোগ (Firhad Hakim)  নিয়ে এসেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি অভিযোগ করেছেন, ফিরহাদ (Firhad Hakim)  যে মন্তব্য করেছেন, তাতে শরিয়ত আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষকে অদূর ভবিষ্যতেই হয়তো ‘ইসলামী উগ্রবাদ’-র সম্মুখীন হতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

সুকান্ত মজুমদার ফিরহাদ হাকিমের যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গেছে, “আমরা এমন একটা সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়….বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংঘ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহের কৃপা হবে। আমাদের সম্প্রদায়….অনেক জায়গায় আমি দেখি যে কিছু হলেই মোমবাতি মিছিল করে থাকে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমি বলি, মিছিল করে জাস্টিস হবে না। নিজের ক্ষমতা এমন করতে হবে যে আপনি নিজেই জাস্টিস দেওয়ার যোগ্য হবেন, জাস্টিস চাইবেন না। জাস্টিস দেবেন।”

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেছে, “আজও কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- হাতেগোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি আছেন। কারণটা কী? কারণ এতদিন আমাদের সেটার যোগ্য করে তোলা হয়নি। যেখানে আমরা দাঁড়িয়ে বিচার দিতে পারি।”

ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অমিত মালব্য। তিনি বলেন, “এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কলকাতার বড় একটা অংশ বিশেষত বস্তি এলাকায় রোহিঙ্গা-সহ অনুপ্রবেশকারী দাপট বাড়ছে। হাকিম যে মন্তব্য করেছেন, তাতে অনুপ্রবেশকারীরা আরও উৎসাহী হবে। তাতে আরও জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হবে। আবার একই সময় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী দাবি করেছেন যে দক্ষিণ কলকাতার পুরো অংশ ওয়াকফ সম্পত্তি। বাঙালিরা সম্ভবত শীঘ্র নিজেদের রাজ্যেই ইসলামী উগ্রবাদের সম্মুখীন হবেন।”