বাংলাদেশে একদিকে যেমন বাড়ছে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার। তেমনি বাড়ছে ভারত বিরোধী মন্তব্য (Sukanta Mazumdar)। ভারতের জাতীয় পতাকা নানাভাবে অপমান করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক চারদিনে কলকাতা দখলের হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে চুপ করে নেই বিজেপি (Sukanta Mazumdar)। বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি (Sukanta Mazumdar) তীব্র ভাষায় বাংলাদেশকে আক্রমণ করেন। তিনি (Sukanta Mazumdar) বলেন, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। পাশাপাশি তিনি (Sukanta Mazumdar) ভারতীয় সেনাদের ব্যাপক প্রশংসা করেন।
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে! এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের।”
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করা এক ব্যক্তি এক মিছিল থেকে বলেন, “চারদিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব’, ‘ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না।” তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে কৌতুক শুরু হয়। পশ্চিমবঙ্গের নেটিজেনরা তীব্র ভাষায় বাংলাদেশের কৌতুক করেন। নেটিজেনদের কেউ কেউ বলেন, “ওঁরা ভাবছেন, ভারতের যে যে দূরপাল্লা ও মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো স্রেফ সাজিয়ে রাখা আছে এবং সেগুলো শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্যবহার করা হয়।”
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরা ঢাকায় একটি মিছিল বের করে। সেই মিছিল থেকে ভারত বিরোধী একাধিক স্লোগান উঠতে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নীচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সেখান থেকেই এই ধরনের এক মন্তব্য উঠে আসে।