কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি (BJP)? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে (BJP)। দলের (BJP) মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকের নাম উঠতে শুরু করেছে (BJP)। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা (BJP) শুভেন্দু অধিকারীর পক্ষে জোর সওয়াল শুরু করেছেন অর্জুন সিংরা। এই পরিস্থিতিতে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ খুললেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার (BJP) বলেন, “দলের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে। সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না। তবুও কথার কথা বলছি, সুকান্ত তখনও বিজেপিই থাকবে।”
সুকান্ত মজুমদার দলের কোন নেতাদের নিশানা করে এই মন্তব্য করছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে দলীয় কর্মসূচি থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, “বিজেপিই আনতে পারবে সুশাসন। ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। আমরা অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে কবে সুশাসন আসবে।” প্রসঙ্গত, বুধবার সকালে বিজেপির সল্টলেক পার্টি অফিসে অটলবিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে ছিলেন সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। এদিন রাজ্যজুড়েই বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে সুশাসন দিবস পালন করে বিজেপি।
এই প্রসঙ্গে অবশ্য পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “শ্রেষ্ঠ রাজ্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। সুকান্ত মনে রাখবেন অটলবিহারী বাজপেয়ীর নাম যতবার উচ্চারন করবেন ততবার একইসঙ্গে উচ্চারণ করবেন বাজপেয়ী গুজরাতে গিয়ে সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্দেশ দিয়েছিলেন রাজধর্ম পালন করতে, যে মোদি রাজধর্ম পালন করতেন না তাঁকে রাজধর্ম শেখাতে হয়েছিল বাজপেয়ীকে।”