সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানির আগে ফের সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Roy)। এক মার্কিন বিচারপতির নাম উল্লেখ করে রাজ্যসভার তৃণমূল সাংসদ লেখেন, ‘ লার্নেড হ্যান্ড, যিনি ৫২ বছর ধরে নিউ ইয়র্কের ফেডারেল জজ ছিলেন এবং বিল অফ রাইটসের লেখক, তিনি একবার বলেছিলেন, গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে অনুশাসন থাকা উচিত। বিচার পাওয়ার অধিকার সকলের আছে।’ এরপর এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ লেখেন, ‘উই ডিমান্ড জাস্টিস’।
আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদল করে ১৪ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনায় বসেন তিনি।
এখানেই শেষ নয়, পরবর্তীতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার জেরে আইনি জটিলতার মুখেও পড়তে হয় তাঁকে। একাধিকবার তাঁকে তলব করা হয় লালবাজারে। পোস্টটি মুছেও ফেলতে হয়। তবে এবার দল বা প্রশাসন কাউকে নিশানা করেননি তিনি। এবারে শুধুই সুবিচারের দাবিতে সরব তিনি।