ভারতের শীর্ষ আদালতের (Supreme Court) নয়া প্রতীক চিহ্ন ও পতাকার উন্মোচন করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সুপ্রিম কোর্টের নতুন পতাকায় থাকছে তিনটি প্রতীক-অশোক চক্র, সুপ্রিম কোর্টের ভবনটি ও সংবিধানের বই।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ৭৫ বছর স্মরণে নতুন পতাকা এবং প্রতীক চিহ্নের উন্মোচন করেন। ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক নতুন পতাকা এবং প্রতীক চিহ্নের ডিজাইন করা হয়েছে নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে। পতাকায় অশোক চক্র, ইনকনিক সুপ্রিম কোর্ট ভবন এবং সংবিধানের বই রয়েছে।
জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পতাকা ও প্রতীক চিহ্ন উন্মোচন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাতে প্রতীক চিহ্ন ও পতাকাটি হাতে তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
পতাকা ও প্রতীক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ” আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী, আরও স্বচ্ছ বানাবো। জেলা আদালত ও হাইকোর্টগুলির মধ্যে ব্যবধান, সম্বন্বয়ের অভাব দূর করার দিকে জোর দেন ডি ওয়াই চন্দ্রচূড়। ১০, ২০, ৩০ বা ৩০ বছরের বেশী ঝুলে থাকা মামলা এবার নিষ্পত্তির বিষয়ে এবার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুপ্রিম কোর্টের বিচারপতি।
দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও-
President Droupadi Murmu unveils the new flag and insignia of #SupremeCourt in Delhi.#SupremeCourtOfIndia pic.twitter.com/25kDTT3sw2
— All India Radio News (@airnewsalerts) September 1, 2024
#BREAKING: The Supreme Court unveils its flag consisting of symbols of Ashoka Chakra, the Supreme Court Building and the Constitution of India. @rashtrapatibhvn pic.twitter.com/eE2v2reAqO
— Live Law (@LiveLawIndia) September 1, 2024