বাংলাদেশের বিরুদ্ধে বার বার হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে (Suvendu Adhikari)। এবার বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র হুঙ্কার দেন তিনি (Suvendu Adhikari)। তিনি বলেন (Suvendu Adhikari), বাংলাদেশে শুধু খাবার নয়, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে।
বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু খাবার না, বাংলাদেশিদের সব বন্ধ করে দেব।’ এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। উনি কী বুঝবেন স্বাধীনতার মর্ম?’ শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতের পাতাকায় যারা পা দিয়েছে, শুধু খাবার না, তাদের আর কী কী বন্ধ করি আপনারা দেখুন। ওদের চিকিৎসাও বন্ধ করে দেব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন।’ এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ৮ বছর জেলে ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। আমার মা ৬০ সালে বরিসাল থেকে এখানে এসেছিলেন। আমি অত্যাচার জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে স্বাধীনতার মর্ম বুঝবেন?’
পাশাপাশি তিনি বলেন, ‘বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। লভ জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে বিল আনা উচিত।’ তিনি এবার NRS নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘গোটা পৃথিবীতে NRC আছে, আমাদের দেশেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট NRC. NRC হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু – মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়।’
বার বার ভারতের পতাকাকে অপমান করা হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য এখনও কেন্দ্র সরকারের তরফে করা হয়নি। শুধু তাই নয়, কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরে সংসদের অধিবেশনে কেন্দ্রকে বার বার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।