জয়নগরের দোষীর সাজা ঘোষণা হওয়ার পর থেকেই কৃতিত্ব নিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতারা (Suvendu adhikari)। জয়নগরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের কৃতিত্ব বলে পরোক্ষে দাবি করছেন, তার জোর সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী (Suvendu adhikari) তীব্র কটাক্ষ করেন। তিনি কামদুনির কথা মনে করিয়ে দেন। তিনি (Suvendu adhikari) সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, কামদুনির মতো জয়নগরের পরিণতি হবে না তো।
এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, “জয়নগর ধর্ষণ ও খুনের রায়কে আমি স্বাগত জানাই। আশা করব যে রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অন্যান্য জঘন্য অপরাধ মোকাবিলায় বার বার এমনই ব্যতিক্রম হবে।” তিনি কামদুনির কথা স্মরণ করিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ওই ঘটনায় ৬ জনকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাদের মধ্যে সইফ আলি, আমিনুল আলি ও আনসার আলির ফাঁসির সাজা হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে রাজ্যের হয়ে ১৪ জন আইনজীবীর লড়াই করার কথা ছিল। কিন্তু হয় তারা মামলা লড়তে অস্বীকার করেছেন নয় আইনজীবী বদলে দেওয়া হয়েছে।”
কামদুনির ঘটনায় হাইকোর্টের রায় নিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, “মহামান্য হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে এই ঘটনায় আগাম ষড়যন্ত্রের বিষয়টি রাজ্য সরকার সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর পর ফাঁসির সাজা পাওয়া ৩ জনের মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারপতি ও একজনকে খালাস করেছেন। বাকি ৩ আসামীকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে তবে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণ হয়েছে।”
এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন, “হাইকোর্টের রায়ের পর যারা জেল থেকে মুক্তি পেয়েছেন তারা নিজেদের তৃণমূল কর্মী বলে ঘোষণা করেছেন। তারা পুলিশি নিরাপত্তা পাচ্ছেন। আমার আশঙ্কা এই জয়নগর মামলাও কামদুনির পথে হাঁটতে চলেছে। যার ফলে দোষী যুক্ত মুক্তি পেয়ে যেতে পারে।”