বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে (Suvendu Adhikari)। এই পরিস্থিতি বাংলাদেশে ভারতের বিদেশ সচিব যাচ্ছে বলে জানা গিয়েছে। এবার বাংলাদেশ ইস্যুতে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি (Suvendu Adhikari) ইউনুস সরকারকে তালিবান আখ্যা দিলেন। পাশাপাশি তিনি (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহম্মদ ইউনুসের তুলনা করেন। তিনি (Suvendu Adhikari) জানান, বৃহস্পতিবার রানি রাসমনি সরনীতে বাংলাদেশ ইস্যুতে সভা হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলাদেশে তালিবানি সরকার চলছে। পাকিস্তানকে সরাতে দেড় বছর সময় লেগেছে ১৯৭১ সালে। এখন তো মাত্র চার মাস হয়েছে এই সরকারের। জানুয়ারির শেষ অবধি অপেক্ষা করুন। তালিবানি সরকার সংবিধান বদলানোর চেষ্টা করছে। সবচেয়ে দূর্ভাগ্যজনক আমাদের আজ রানি রাসমণিতে আদালতের অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে। ওপারের সরকার যা, এপারের রাজ্য সরকার তা। আমি হিন্দু, আমি আজ যাব রানি রাসমণির সভায়।”
কোটা বিরোধী আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হয়। তখন থেকেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। মন্দির থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়, তাদের সম্পত্তি লুঠ করা বলে অভিযোগ ওঠে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বার বার ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভারত যখন বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে। তখন বাংলাদেশের তরফে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।
অন্যদিকে, চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পড়ুয়ারা। অভিযোগ, তিনি হিন্দু এবং ইসকনের আদর্শ মেনে চলেন বলেই তাঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।