সোমবার আরজি কর কাণ্ডের (RG Kar) প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি (RG Kar) তৎকালীন পুলিশ অফিসার বিনীত গোয়েলের নাম তোলেন। এরপরেই মঙ্গলবার সঞ্জয় রায়কে (RG Kar) কড়া ঘোরাটোপের মধ্যে আদালতে নিয়ে আসে পুলিশ। কোনওভাবেই সঞ্জয় যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন, সেই ব্যবস্থা করে পুলিশ। সঞ্জয়ের (RG Kar) অভিযোগ ইতিমধ্যে বঙ্গে রাজনীতিতে চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘সঞ্জয় রায় ও বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। ‘আসল আসামীর নাম তো বলেই দিয়েছে। এবার উচিত বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে সঞ্জয় রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।’ অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ সঞ্জয় রায়ের মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, ‘সঞ্জয় রাই যে খুন ধর্ষণ করেছে সেটা কলকাতা পুলিশও জানে, সিবিআইও জানে, সঞ্জয় রাইও জানে। যে জানে, সে ফাঁসির আসামী, সে বিভ্রান্তি তৈরির জন্য যে কোনও কথা বলতে পারে।’
সোমবার সাংবাদিকদের উদ্দেশ্য করে সঞ্জয় রায় বলেন, “আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।”
সঞ্জয় রায়ের অভিযোগ গুরুত্ব সহকারে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল বোস। তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে দ্রুত তথ্য প্রমাণসহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয়। তবে রাজ্যপালের এই মন্তব্য যে সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।