দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমন প্রার্থনা করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) যে সবাই চমকে গেলেন। জগদ্ধাত্রী পুজোয় মমতার হাত থেকে রাজ্যবাসীর মুক্তি প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্গাপুরের স্বপ্নপুরাণ নামের একটি সংস্থার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, ‘মাকে একটাই কথা বলব, মমতার হাত থেকে মুক্তি দেও মা।’ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি।
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছে রেখা পাত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ফেরার একবার ফিরহাদ হাকিমের সমালোচনা করেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলেছেন। এদিনও শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওনার ইন্ডি জোটের শরিক কংগ্রেস তার মন্ত্রী ইরফান আনসারি। কদিন আগেই একজন মহিলা জনজাতি নেত্রী সীতা সোরেনকে বলেছেন রিজেকটেড মাল। এপারে ইন্ডি জোটের আরেক শরিক তৃণমূলের মন্ত্রী এখানে রেখা পাত্রকে বলছেন হেরো মাল। এদের সংস্কৃতি এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায়। এদের আসল পরিচয় কী? এরা মহিলাদের গনিমতের মাল বলে মনে করে। সেই কালচারের বহিঃপ্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে। মহিলা কমিশন, তফশিলি কমিশন এতে তৎপর হয়েছে। রেখা পাত্রসহ শতাধিক তফশিলি মহিলা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা যা করার আইনি ব্যবস্থা করব। ফিরহাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে থ্রেট কালচার নিয়ে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “থ্রেট কালচারের জন্ম হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তিনি তো সাংবাদিকদেরও থ্রেট দেন।” এরপরেই জগদ্ধাত্রী মূর্তির দিকে ফিরে তিনি বলেন, ‘মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মমতার হাত থেকে মুক্তি দেও মা। এটা হলেই হয়ে যাবে।’