টলিপাড়ায় কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল ডিরেক্টরস গিল্ড (Tollywood)। ফেডারেশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেও, এবার তাঁদেরই এক্তিয়ার দেখার পরামর্শ দিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Tollywood)।প্রসঙ্গত শুক্রবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় ডিরেক্টরস গিল্ড (Tollywood)।
কেন এই কর্মবিরতি?
গত সন্ধ্যা ৭টার মধ্যে ফেডারেশনের তরফে কোনও সদুত্তর না পাওয়ায়, শুক্রবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় ডিরেক্টরস গিল্ড। সেই অনুযায়ী, টলিপাড়ায় বেশ কিছু শুটিং বন্ধ রয়েছে। তবে, ফেডারেশন সূত্রের খবর, কিছু প্রোডাকশন হাউসের কাজ বন্ধ থাকলেও, অনেক জায়গাতেই শুটিং স্বাভাবিকভাবে চলছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “অরগানিক, ব্লুস এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস গৃহপ্রবেশে শুটিং বন্ধ আছে। তবে, জি-এর প্রোমো ও সেটের অন্যান্য কাজ চলছে।”
ফেডারেশনের কড়া প্রতিক্রিয়া
স্বরূপ বিশ্বাসের অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে কাজ স্তব্ধ করার পরিকল্পনা। তিনি বলেন, “এটা দ্বিতীয়বার ঘটল। এর আগেও দু’দিন কাজ বন্ধ রাখা হয়েছিল। এবারও হঠাৎ করে তাঁরা কর্মবিরতি ডাকলেন।” আজ ফেডারেশন ও গিল্ডের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজ্যের মন্ত্রী এবং টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানও এই সমস্যা সমাধানের জন্য দুই পক্ষকে আলোচনায় ডাকেন।
কিন্তু সেই বৈঠকের আগেই কর্মবিরতিতে যাওয়ায় কড়া ভাষায় ডিরেক্টরস গিল্ডকে আক্রমণ করেন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, “এতে সমস্যাটি আরও বেড়ে গেল। যে ভাষায় তাঁরা ফেডারেশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদেরও আগে নিজেদের এক্তিয়ার দেখা উচিত।” এখন দেখার, বৈঠকে দুই পক্ষ কোনও সমাধানসূত্রে পৌঁছাতে পারে কি না, নাকি টলিপাড়ার অচলাবস্থা আরও দীর্ঘস্থায়ী হবে।