অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বড় ম্যাচে জ্বলে ওঠেন। এমনভাবে জ্বলেন, যে আলোর ছটায় দিশেহারা হয় প্রতিপক্ষ। চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup) যেমন প্যাট কামিন্স গড়লেন অনন্য এক কীর্তি। বিরল কীর্তি বললেও ভুল হবে না। বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন কামিন্স।
অজি পেসার কামিন্স প্রথম হ্যাটট্রিকটি করেন বাংলাদেশের বিরুদ্ধে। মাহমুদউল্লাহ, শেখ মেহেদি ও তাওহিদ হৃদয়কে ফিরিয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেন কামিন্স। আফগানিস্তানের কাছে ম্যাচ হারলেও এদিন ফের জ্বলে ওঠেন অজি পেসার। এবার হ্যাটট্রিকের পথে তার শিকার রশিদ খান, করিম জানাত, গুলবাদিন নাইব।
টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক নেই আর কারও। আন্তর্জাতিক ক্রিকেটেই শেষবার এমন কীর্তি হয়েছিল ২৫ বছর আগে। তখন তো টি-টোয়েন্টি ছিলই না। এমন কীর্তি গড়া হয়নি ওয়ানডেতেও। পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আক্রাম শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন।
টানা না হলেও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে জোড়া হ্যাটট্রিক করা বোলার আছেন আরও কয়েকজন। কামিন্সের সঙ্গীরা হলেন—লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাভলোভিচ (সার্বিয়া, আইসিসির সহযোগী সদস্য দেশ) ও ওয়াসিম আব্বাস (মাল্টা, সদস্য দেশ)। টানা হ্যাটট্রিকের পর কামিন্স বলেন, ‘এটি অদ্ভুত। অস্ট্রেলিয়ার জার্সিতে ১০০-র বেশি ম্যাচ খেলার পর এমন মুহূর্ত আসা সত্যিই ভিন্ন স্বাদ দিচ্ছে।’