সদ্য সমাপ্ত হওয়া টি২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজনের দায়িত্ব যৌথভাবে পালন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ সহ পুরো বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টিরই আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে ওয়েস্ট ইন্ডিজ পর্বে কোনো সমস্যার সম্মুখীন না হলেও যুক্তরাষ্ট্র পর্বে বাজেটের চেয়ে অনেক বেশি খরচ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পরতে চলেছে আইসিসি। মনে করা হচ্ছে, এই ক্ষতির পরিমাণ ১৬০ কোটি টাকার বেশি। শুক্রবার শ্রীলঙ্কায় আইসিসির গভর্নিং বর্ডির বার্ষিক সম্মেলন। সেখানেই অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার জোড় সম্ভাবনাও রয়েছে। বিশ্বকাপের (T20 World Cup) আয় কিংবা ব্যয়ের চূড়ান্ত হিসাবের অংক এখনও মেলায়নি আইসিসি।
প্রাথমিকভাবে যে হিসাব তাদের হাতে এসে পৌঁছেছে, তাতে লক্ষ্য করা যায় খরচ তো বেশি হয়েছেই সেই সঙ্গে লাভের বদলে ক্ষতিও বেশি হয়েছে আইসিসির। তাই ধারণা করা হচ্ছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক ডলার। এরই মধ্যে বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে একাধিক অভিযোগ পাওয়ায় টুর্নামেন্টটির ডিরেক্টর ক্রিস টেটলি পদত্যাগ করেছেন। এই কর্তা বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্র পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছিলেন।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন আইসিসির এক কর্তা। তিনি জানিয়েছেন, ‘বোর্ডের অনেকেই টেটলির কাজে খুশি নন। টেটলি পদত্যাগ করলেও বিশ্বকাপের (T20 World Cup) আমেরিকা পর্বের ক্ষতির দায় এড়াতে পারবেন না। আমেরিকার অন্যান্য কিছু শহরেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত। কিন্তু টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমন কী বিশ্বকাপের ম্যাচগুলো যে পিচগুলোতে হয়েছে, তাতে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।’
উপরোক্ত সকল বিষয় নিয়েই আলোচনা করা হবে বৈঠকে। আইসিসির অনেক কর্তারাই ভাবছেন, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল হয়নি টেটলির জন্যই।