Homeখেলার খবরT20 World Cup: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপভাবে হারের পর সূচি নিয়ে অভিযোগ...

T20 World Cup: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপভাবে হারের পর সূচি নিয়ে অভিযোগ শ্রীলঙ্কার

Published on

দক্ষিণ আফ্রিকার কাছে কাল বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে মাত্র ৭৭ রানে অলআউট হয় লঙ্কানরা। ২০১৪ সালের চ্যাম্পিয়নদের নিউইয়র্কের সেই ম্যাচে তড়িঘড়ি করেই সারতে হয়েছে সংবাদ সম্মেলন। কারণ, দ্রুত হোটেলে ফিরে বিমানবন্দরে যাওয়ার তাড়া ছিল হাসারাঙ্গাদের। নিউইয়র্কে ম্যাচ খেলেই ডালাসের পথে উড়ে যেতে হয়েছে গোটা শ্রীলঙ্কা দলকে। সেখানে, ৮ জুন সকালে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে হবে তাদের।

শুধু ম্যাচ শেষে নয়, ম্যাচের আগেও এইরকম তাড়াহুড়ো করতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। মায়ামি থেকে নিউইয়র্কে যাওয়ার পথে মায়ামি বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের কারণে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দলকে। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা তো সরাসরিই বললেন, অন্যায্য সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। এ ছাড়া দলের ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল। তবে শ্রীলঙ্কার ম্যানেজার এটাও বলেছেন, অভিযোগ করতে বড্ড দেরি করে ফেলেছেন। এ নিয়ে এখন আর কিছু করার নেই বলেই মনে করছেন হালানগোদা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম পর্বে ২০ দলের মধ্যে মাত্র দুটি দল চারটি ম্যাচ খেলবে চার ভেন্যুতে। সেই দুই দলের একটি শ্রীলঙ্কা, অন্যটি নেদারল্যান্ডস। এ দুই দলই আছে গ্রুপ ‘ডি’তে, যে গ্রুপে অন্য তিনটি দল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেপাল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে যেখানে চার ভেন্যুতে খেলতে হচ্ছে চার ম্যাচ, সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউইয়র্কেই খেলবে তিনটি করে ম্যাচ। ওই দুই দল স্টেডিয়ামের কাছেই হোটেল পেয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে। সকালে ম্যাচ হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে ও মাঠ থেকে ফিরতে ভালোই অসুবিধায় পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে।

কাল শ্রীলঙ্কাকে সকাল সাতটায় ব্রেকফাস্ট না করেই হোটেল ছাড়তে হয়েছিল। তবে হাসারাঙ্গা, তিকশানা ও হালানগোদাদের কেউই দক্ষিণ আফ্রিকার কাছে হারের জন্য যাতায়াতের এই সমস্যাকে কারণ দেখাতে রাজি হননি। তিকশানা ম্যাচের পর নিজেদের কষ্টের কথা বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। ফ্লোরিডার মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। রাত ৮টার ফ্লাইট পেলাম ভোর ৫টায়। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’

মায়ামিতে দেরি হওয়াতেই ম্যাচের আগের অনুশীলন বাতিল করে শ্রীলঙ্কা। এর কারণ ব্যাখ্যা করে তিকশানা বলেন, ‘হোটেল থেকে অনুশীলনের ভেন্যু ১ ঘণ্টা ৪০ মিনিটের পথ। আজ ম্যাচের দিনে তো ভোর ৫টায় উঠতে হয়েছে এখানে আসার জন্য।’

হাসারাঙ্গাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লজিস্টিকস সমস্যার কারণেই শ্রীলঙ্কার এমন পারফরম্যান্স কি না। উত্তরে হাসারাঙ্গা এটাকেই বড় কারণ হিসেবে দেখাতে রাজি হলেন না, ‘আমরা এমনটা বলতে পারি না। কয়েকটা দিন খুব কঠিন ছিল। চার ভেন্যুতে চার ম্যাচ। এটা কঠিনই। এখানকার কন্ডিশন আমাদের জানা ছিল না। নিউইয়র্কে তো এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। পরের ম্যাচ ডালাসে, সেখানকার কিছুও জানা নেই আমাদের। পরের ম্যাচটা ফ্লোরিডায়, সেখানে আমরা দুটি ম্যাচ খেলেছি। আমাদের জন্য একমাত্র ভালো খবর এটিই।’

Latest News

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

Mamata Banerjee: নীচু তলার কর্মীরা কাজের প্রতি আন্তরিক নয়! পুলিশে অনাস্থা খোদ মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডের পর থেকে বার বার পুলিশের ওপর সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছে...

More like this

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...