Tag: #Covid Hospital Uttam Das # Galaxy speciality haspita

  • বেসরকারি কোভিড হাসপাতালের উদ্বোধনে ব্যারাকপুরের পুর প্রশাসক ও বিধায়ক

    বেসরকারি কোভিড হাসপাতালের উদ্বোধনে ব্যারাকপুরের পুর প্রশাসক ও বিধায়ক

    নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ  করোনা সংক্রমণে ক্রমবর্তমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও যথেষ্ট উদ্বেগজনক।এদিকে করোনার সুনামিতে হাহাকার পড়েছে যেমন অক্সিজেনের তেমনই করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে সরকারি- বেসরকারি হাসপাতাল গুলির দুয়ারে দুয়ারে ঘুরেও বেডের অভাবে ভর্তি করাতে পারছেন না তাদের পরিবারের মানুষেরা।

    করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে এই মুহূর্তে শীর্ষে উত্তর ২৪পরগনা এমনটাই বলছে পরিসংখ্যান। এই জেলায় বর্তমানে পজিটিভ এর হার ৪৬.৭ শতাংশ অর্থাৎ একশটি নমুনা পরীক্ষা করলে ৪৬.৭ জনের নমুনা পজেটিভ আসছে। এই মুহূর্তে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারাকপুরের এক ব্যবসায়ী এবং এক চিকিৎসক দম্পতির উদ্যোগে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে গ্যালাক্সি মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামে ৮০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের উদ্বোধন হল আজ।

    যার মধ্যে ৩০ টি বেডই থাকছে করোনা আক্রান্ত রোগীদের জন্যে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রশাসক উত্তম দাস,ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক চিত্র- পরিচালক রাজ চক্রবর্তী এবং মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর সহ স্থানীয় বিশিষ্টজনেরা।