তমলুক: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে ধাক্কা, চার চাকার গাড়ির ভয়াবহ দুর্ঘটনায়(Tamluk Accident) মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ ১১৬বি জাতীয় সড়কের তমলুক থানার কুমারগঞ্জ এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে কলকাতার দিকে রোগী নিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। অতিরিক্ত গতির কারণে গাড়িটির পিছনের চাকা ফেটে যায়, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস ট্যাঙ্কারের তলায় সজোরে ধাক্কা মারে গাড়িটি।
প্রাণ গেল তিন জনের
দুর্ঘটনায় চালক-সহ তিন জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন দেবাশিস দাস, কমলা পাল এবং গাড়িচালক সুদীপ মাইতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিষাদলের বাসিন্দা মমতা দাস।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। দুমড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দেবাশিস এবং কমলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এড়্যাশালের বাসিন্দা, চালক সুদীপ মাইতি ছিলেন নন্দীগ্রামের দক্ষিণ খোদামবাড়ি এলাকার বাসিন্দা।
গাড়ির চাকা ব্যবহারের অযোগ্য ছিল!
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির পিছনের চাকা অনেকদিনের পুরনো ও ব্যবহারের অযোগ্য ছিল। তবু সেই চাকা ব্যবহার করেই গাড়ি চালানো হচ্ছিল, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল ও নিয়ম না মানার প্রবণতা বাড়ছে। প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।