নিজস্ব প্রতিনিধি, বারাকপুরঃ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন রাজনৈতিক দলের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে। কিন্তু আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনার এই পুণ্য লগ্নে অর্থাৎ শুভ মহালয়ার দিন ভোরের আলো ফুটতেই ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে গঙ্গার ঘাটে দেখা গেল একটু ভিন্ন চিত্র।
এদিন পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা গেল ব্যারাকপুরের “সেভ বেঙ্গল” এর সদস্যদের।
“সেভ বেঙ্গল” এর কার্যকর্তা আবিষ্কার ভট্টাচার্য জানালেন, “সেভ বেঙ্গল” শিবপ্রকাশ জীর একটা চিন্তার ফসল। এটা একটা প্লাটফর্ম । তৈরি হয়েছিল প্রথমে প্রবাসী ভারতীয়দের জন্য। পরবর্তী কালে বাংলার বাইরে আছে কিন্তু প্রকৃত ভারতবর্ষের ভেতরে আছে এরকম বাঙালিদেরকে প্লাটফর্ম দিয়ে তাঁদের কানেক্ট করা হয় ।
২০১৬ তে এই ক্যাম্পেইন টা শুরু হয়। ২০১৯ এ এই “সেভ বেঙ্গল” সাড়া ভারতে যত বাঙালি রয়েছেন বিভিন্ন রাজ্যে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে। নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পশ্চিমবঙ্গে যারা ভোটার এখনও আছেন তাদেরকে ভোট দিতে আসতে উৎসাহ দেন এবং তাদের মাধ্যমে তাদের গ্রামে, তাদের শহরে তাদের পাড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা হয।কম বেশি তাদের সঙ্গে সারা বছরই যোগাযোগ করার ব্যবস্থা করা হয়।
এখন “সেভ বেঙ্গল” বাংলাকে কিভাবে সোনার বাংলায় রূপান্তরিত করা যায় এই স্বপ্নেই বিভিন্ন রকম কার্যক্রম শুরু করেছে। এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে চিন্তন বৈঠক করা,এই যেমন আমরা ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী এবং সমাজসেবী এমন সব মানুষদের নিয়ে আলাদা আলাদা সময়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিভাবে কি করলে বাংলার সেই সফলতা আসে, সেই সোনার বাংলা গড়ার লক্ষে আমরা একটা নোট তৈরি করছি বিগত কয়েক বছর ধরে।
………………….Advertisement…………………
এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন পেশায় যুক্ত মানুষদের থেকে সমাজের এই অবক্ষয় কে বাঁচাতে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় তার একটা ফলপ্রসূ সম্ভাবনা আমরা এই আলোচনার মধ্য থেকে পেয়েছি ,পেয়ে আসছি এবং পেয়ে থাকবো এটা আমাদের আশা। এরইমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিক্ষা ক্ষেত্রে সুন্দর একটা গাইডলাইন বাস্তবায়ন করতে চলেছেন, এসবই আমাদের চিন্তন বৈঠকের ফল। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির মেনফেস্টোতে কি কি থাকতে পারে সেই নিয়েও রিসার্চ চলছে।”
তাহলে কি “সেভ বেঙ্গল” এ সরাসরি রাজনৈতিক নেতারাই যুক্ত রয়েছেন?
উত্তরে আবিষ্কার বাবু জানান, আমাদের ন্যাশনাল কনভেনার হচ্ছেন অনিমেষ বিশ্বাস। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বেঙ্গল কনভেনর দেবপ্রিয় চৌধুরী। এঁদের তত্ত্বাবাধনেই আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি।