আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজে ফেরার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও৷ তবে এখনই সম্পূর্ণ ভাবে পরিষেবা শুরু করছেন না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ তবে শুক্রবার তাঁদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে টেলিমেডিসিন(Telemedicine) পরিষেবা শুরু করতে চলেছেন তাঁরা৷
শুক্রবার সন্ধেবেলা জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁদের টেলিমেডিসিন পরিষেবা চলবে৷ এছাড়াও, জানানো হয়, রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প৷ যার নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷ আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷
আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯-১০ আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন তাঁরা৷ গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন। কিন্তু তাতেও কাটেনি জট। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি।