Homeদেশের খবরTerrorist attack in J&K: ভোটের আগে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ...

Terrorist attack in J&K: ভোটের আগে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ পিতা-পুত্র, তল্লাশি অভিযান জারি

Published on

আগামী শুক্রবার সারা দেশে ১০২টি লোকসভা আসনে ভোট গ্রহণ হতে চলেছে। এদিকে লোকসভার প্রথম দফার নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। বুধবার সন্ধ্যায় টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটল জম্মু কাশ্মীরের (Terrorist attack in J&K) অনন্তনাগ জেলায়।

জানা গেছে, বুধবার সন্ধ্যায়, সন্দেহভাজন জঙ্গিরা অনন্তনাগের বিজবেহারার জনাকীর্ণ এলাকায় এলোপাথাড়ি গুলি বর্ষণ করে, যাতে বহু মানুষ গুরুতর আহত হয়। এক পুলিশ অফিসার জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে বিহারের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতের নাম রাজা শাহ। এই ঘটনায় রাজা শাহ’র পুত্র শংকরের ঘাড়ে ও পেটে দুটি গুলি লেগেছে, তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশ জানায়, শঙ্কর ও রাজাকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতর্কিত হামলাকারীরা রাজা শাহের ঘাড়ে ও পেটে দুবার গুলি করে বলে জানা গেছে। ঘটনার পরপরই রাজা শাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজা শাহ’র ছেলে শঙ্কর জঙ্গিদের গুলিতে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পিতা-পুত্র রাজা ও শঙ্কর উভয়েই বিহারের বাসিন্দা। শ্রমিকের কাজ করতে তারা জম্মু কাশ্মীরে এসে বসবাস করছিলেন। ঘটনার পর পরই পুলিশ বাহিনীর একাধিক দল তল্লাশি অভিযানে এলাকায় মোতায়েন করা হয়েছে। বিজবেহারা ও তার আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশের।

প্রসঙ্গত, চলতি বছরে জম্মু কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের ওপর জঙ্গি হামলার এটি তৃতীয় ঘটনা। ৭ ফেব্রুয়ারি, শ্রীনগর শহরের শাল্লা কাদাল এলাকায় জঙ্গিরা পাঞ্জাবের অমৃতসরের এক শ্রমিক অমৃতপাল সিংকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছিলেন অমৃতসরের বাসিন্দা রোহিত মাশি নামে অপর এক ভিন রাজ্যের শ্রমিক। এরপর ৮ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলায় সন্দেহভাজন জঙ্গিরা পরমজিৎ সিং নামে এক ভিন রাজ্যের ক্যাব চালককে গুলি করে হত্যা করেছিল। নিহত পরমজিৎ রাজধানী দিল্লির বাসিন্দা বলে জানা গেছে। তার বাম হাতে গুলি লেগেছিল, তবে তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এই দুটি ঘটনার পর আবারও এবার ১৭ এপ্রিল ভিন রাজ্যের শ্রমিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়।

উল্লেখ্য, আগামী ৭ মে অনন্তনাগ লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় ভোট হবে। তার আগে জঙ্গি হামলার ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। জম্মু কাশ্মীরের নিরপত্তা আরও জোরদার করার কথা চিন্তা করছে প্রশাসন।

Latest News

Parliament Winter Session: আদানি-মণিপুর নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা হোক, সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের দাবি

সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) আগে সরকার রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে কংগ্রেস...

Maharashtra Election: “এই জয়ের পিছনে ‘আদানি নেশন’-এর ভয়ঙ্কর ষড়যন্ত্র, মহারাষ্ট্রের পরাজয়ের পর ক্ষোভ উগরে দিল শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল (Maharashtra Election) জানা গেছে গতকাল। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এই...

Maharashtra Election: সোশ্যাল মিডিয়ায় ৫ মিলিয়ন ফলোয়ার, পেলেন মাত্র ১৫৫ ভোট! লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন, ‘সবকিছুই ইভিএম-এর খেলা…’

রিয়েলিটি শো 'বিগ বস’-এর মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা অভিনেতা এজাজ খান (Azaj Khan)...

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

More like this

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...