সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের অখনুরের বাটাল এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা (Terrorist Attack) চালানো হয়েছে। সূত্রের খবর, হামলায় কেউ হতাহত হয়নি। সন্ত্রাসবাদীরা সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করেছিল। সেনা সূত্রে জানা গিয়েছে, বাটাল এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে গুলি ছোঁড়া হয়। এই হামলায় (Terrorist Attack) কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় তল্লাশি অভিযান চলছে। সতর্ক সৈন্যরা একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা ব্যর্থ করেছে বলেও জানা গেছে।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। বারামুল্লা জেলায় সেনাবাহিনীর একটি কনভয়ে অতর্কিত হামলা (Terrorist Attack) চালায় জঙ্গিরা। হামলায় দুই সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হন। আধিকারিকদের মতে, গত সপ্তাহে যখন রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কর্মী ও কুলি নিয়ে একটি কনভয় আফরাওয়াত রেঞ্জের নাগিন পোস্টে যাচ্ছিল, তখন জঙ্গিরা বোটাপাঠারিতে সেনাবাহিনীর দুটি ট্রাকে গুলি চালায়।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেনাবাহিনীর কনভয়ে হামলার নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ এক পোস্টে তিনি বলেন, “উত্তর কাশ্মীরের বোটাপাঠারি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘কাশ্মীরে সাম্প্রতিক হামলার সংখ্যা গুরুতর উদ্বেগের বিষয়। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এই হামলার আগে সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরের গান্দেরবালের গগঙ্গীর এলাকায় একটি সুড়ঙ্গ নির্মাণের জায়গায় হামলা চালিয়ে শ্রমিকদের লক্ষ্য করে হামলা (Terrorist Attack) চালায়। হামলায় ৬ জন শ্রমিক ও একজন চিকিৎসক নিহত হন।