Terrorist Attack Threat: পিএম মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি, ফোন পেয়ে আতঙ্কিত মুম্বই পুলিশ

মুম্বই থেকে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে সন্ত্রাসবাদী হামলার হুমকি (Terrorist Attack Threat)। এই ঘটনার তদন্তের জন্য মুম্বই পুলিশকে ডাকা হয়েছিল। কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই কাজে যুক্ত।

১১ ফেব্রুয়ারি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। ফোন করা ব্যক্তিটি মুম্বাই পুলিশকে সতর্ক করে দেয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বিদেশ সফরে থাকায় সন্ত্রাসবাদীরা তাঁর বিমানে হামলা (Terrorist Attack Threat) করতে পারে। পুলিশ অন্যান্য সংস্থাকে ঘটনার কথা জানায়।

যে ব্যক্তি ফোন করেছিল তাকে আটক করেছে মুম্বাই পুলিশ

মুম্বাই পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে হুমকিমূলক কল করেছিল তাকে চেম্বুর এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ।

মামলার তদন্তে নিয়োজিত সংস্থাগুলো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে সন্ত্রাসবাদী হামলার (Terrorist Attack Threat) হুমকি পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর একটি দল তদন্ত শুরু করে। খতিয়ে দেখা হচ্ছে ফোনকারী ব্যক্তি কে? সন্ত্রাসী হামলার তথ্য তিনি কোথায় পেলেন? অভিযুক্তদের ফোন ট্রেস করে সংস্থাগুলি।

ফ্রান্স-মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী

বর্তমানে ফ্রান্স ও আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্স সফর শেষ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, যেখানে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী থাকবেন। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।