রনি সাহা,বারাকপুরঃ বহুপ্রতীক্ষিত উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত বিকাশ বসু কনভেনশন সেন্টারের উদ্বোধন হতে চলেছে আগামীকাল। যে কনভেনশন সেন্টারের শিলান্যাস করেছিলেন ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ বিকাশ বসুর নামে। নির্দিষ্ট সময় থেকে প্রায় বছর খানেক পর উদ্বোধন হতে চলেছে এই নতুন অডিটরিয়ামটি ।
উত্তর ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক মলয় ঘোষ জানান, এখানে ৫৩০ আসন বিশিষ্ট সমস্ত রকম অত্যাধুনিক বন্দোবস্ত রয়েছে এই কনভেনশন সেন্টারে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ডিপিআর যা ছিল তার থেকেও অনেক বেশি খরচ হয়েছে। যা তৈরি করতে প্রায় ১৩ কোটি টাকা খরচা হয়েছে ।
আগামীকাল বিকাল ৪ টা নাগাদ উদ্বোধন করবেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু, ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই নতুন কনভেনশন সেন্টার নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক জানান, আমাদের এতদাঞ্চলে ভালো কোন আধুনিক মানের কনভেনশন সেন্টার ছিল না। একদিকে সেই পুরনো ব্যারাকপুর সুকান্ত সদন আরেক দিকে নৈহাটির ঐকতান মঞ্চ।
এরই মাঝে এই অত্যাধুনিক একটি কনভেনশন সেন্টার হলো। মানুষের ভীষণ ভীষণ রকম সুবিধা হবে, সবদিক দিয়ে সুবিধা হবে । একটা কনভেনশন সেন্টারে যা যা দরকার প্রত্যেকটা জিনিসের বন্দোবস্ত করা আছে।সব রকম সুবিধা আছে।