বিক্রম কর্মকার, ত্রিপুরা: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাজেটে ক্ষুদ্র শিল্পে বার্ষিক আয়ের পরিধি বেড়েছে বলে মন্তব্য করেন বিপ্লব। তাঁর দাবি, এর ফলে ত্রিপুরায় ৯৯ শতাংশ ক্ষুদ্র উদ্যোগপতি উপকৃত হবেন। তাঁর সংযোজন, কেন্দ্রের ২০২১-’২২ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট জনহিতকর ও সময়োপযোগী। এই বাজেট দেশের আর্থিক স্থিতিকে মজবুত করবে বলেই মনে করেন তিনি।
আগরতলা মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের ২০২১-’২২ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ ভাবেই প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘এ বাজেট একটি সমৃদ্ধশালী বাজেট। কোভিড পরিস্থিতিতে সারা পৃথিবী যখন বিধ্বস্ত, সে সময়ে এমন বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন।’ এমন কঠিন সময়ে বিশ্বের কাছে নজির স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রায় ১৩৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা স্বাধীন ভারতে আগে আর কখনও হয়নি। আত্মনির্ভর স্বাস্থ্য ভারত কর্মসূচিতে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা খরচ করার সংস্থান রয়েছে। কোভিড টিকাকরণের জন্য ব্যয় হবে ৩৫ হাজার কোটি টাকা।’