সৌভিক সরকার,ব্যারাকপুরঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) অ্যাপ্রুভাল দেওয়া সত্বেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিট্রেশন দিচ্ছে না, এমনই অভিযোগ ভিনরাজ্য থেকে পড়ে আসা নার্সিং স্টাফেদের। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দফতরে দফতরে ঘুরেও অসহযোগিতার অভিযোগ। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
অভিযোগ,পশ্চিমবঙ্গের নাগরিক ওই নার্সিং স্টাফরা। কিন্তু ভিনরাজ্য থেকে নার্সিং পড়ে এসে এই রাজ্যের নাগরিক হওয়া সত্বেও নার্সিং কাউন্সিল তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। তাদের কাছে INC( ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল) এর অ্যাপ্রুভাল থাকা সত্বেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছেনা।
জয়িতা নামে এক নার্সিংস্টাফ অভিযোগ করে বলেন, এর আগে ভিন রাজ্য থেকে আসা যারা অবাঙ্গালী বাংলা ভাষা বলতে বা লিখতে পারে না এমন ছাত্র-ছাত্রীদের এ রাজ্যের নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরিও করছে। অথচ এ রাজ্যের নাগরিক হয়েও তাঁদের ৫২৮ জন মত ছাত্র-ছাত্রীদেরকে কেন রেজিস্ট্রেশন দিচ্ছে না ? কেন তাঁরা এইভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
তাঁদের আরও অভিযোগ, বিগত ৩ বছর ধরে তারা বিভিন্ন দপ্তরে ঘুরছে। উচ্চপদস্থ আধিকারীক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দপ্তরে দপ্তরে ঘুরেও অসহযোগিতার অভিযোগ। এমনকি তারা নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরেও দেখা করেছিলেন, তাদের অভিযোগ জানিয়েছিলেন। এরপরেও কোন সাহায্য পায়নি বলে দাবি। আগেও একাধিকবার স্বাস্থ ভবনে এসেছিলেন ওই নার্সিং স্টাফরা। কিন্তু বারবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।পুনরায় আজ স্বাস্থ্য ভবনে আসলে সেই একই কথা বলে তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়।