খবর এইসময়, স্পোর্টস ডেস্ক: ফুটবল বাঙালির শিরায় শিরায় রক্তের মতো ধাবমান। দর্শকের আসনে গলা ফাটাতে কিংবা ময়দানে বল পায়ে টক্কর দিতে সর্বদা প্রস্তুত বাঙালি । তবে এখনকার সময় দাঁড়িয়ে ক্রমশ উধাও দেশীয় স্ট্রাইকার।যা চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কপালে। একসময় শিশির ঘোষ, দিপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝির মতো স্ট্রাইকার ফুলবলের ময়দানে দাপটের সাথে খেললেও বর্তমানে সময় দাঁড়িয়ে বাঙালি বা দেশীয় স্ট্রাইকার কার্যত উধাও। এমনকি মহিলা ফুটবল খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে ন্যায্য প্রাপ্য থেকে। সেই দিকে বিশেষ ভাবে নজর দিতে এবার প্রস্তুত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। এবার দেশীয় খেলোয়াড়দের সুযোগ করে দিতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল ফেডারেশন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কি জানালেন ? দেখুন সেই ভিডিও👇