প্রনব বিশ্বাস, শ্যামনগরঃ বন্ধ হয়ে গেল শ্যামনগর ওয়েভারলি জুটমিল। কাঁচামালের অভাব থাকার কারণ দেখিয়ে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।ফলে বেকার হয়ে পড়লো এই মিলের সাড়ে তিন হাজার শ্রমিক।
সূত্র মারফৎ জানাগিয়েছে, মালিকপক্ষ কাঁচামালের অভাব থাকার কারণ দেখিয়ে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিল বন্ধ করলেও শ্রমিকদের দিক থেকে কিন্তু অন্য অভিযোগ শোনা গেল। বিজয় সাউ নামে এক শ্রমিক বলেন, ‘এখনকার মালিক এই মিল চালাতে পারছেন না।আমরা বহুবার মালিক পক্ষের সাথে মিটিং-এ বসেও কোন সুরাহা হয়নি।আমরা এও বলেছি যে, আপনারা যখন চালাতে পারছেন না তাহলে অন্য কাউকে বিক্রি করে দিন কিংবা অন্য কোন ফিনান্সার দিয়ে মিল চালান।’
উপস্থিত আরও এক শ্রমিক জানালেন, তাঁরা সপ্তাহে পাঁচদিন, কখনও দুদিন এমনকি ৫ ঘণ্টাও কাজ করে টার্গেট তুলে দিয়েছেন, কিন্তু তা সত্বেও এই মালিক নাকি লাভ দেখতে পায়নি।শ্রমিকদের মধ্যে থেকে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসে যে, আসে পাশের প্রত্যেকটা মিল চলছে আর এই মিল নাকি লসে চলছে। আসলে যা লাভ হয় সবই ঘরে নিয়ে চলে যায় শ্রমিকদের টাকা বাকি রেখে।
উত্তম চৌধুরী নামে এক শ্রমিক বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ছুটি না নিয়ে কাজ তুলে দিয়েছি তবুও মালিকের চরিত্র পালটায়নি।কাজের অর্ডার সব রেডি হয়ে গেলেই সাপ্লাই করে দেয় আর আমাদের টাকা দেওয়ার সময় কাঁচামালের অভাব দেখিয়ে মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় ।‘ এখন এমনিতেই লকডাউনের বাজার তার উপর মিল বন্ধ কি করে চলবে এই অসহায় শ্রমিদের সংসার ? এই হতাশা নিয়ে কত দিন কাটাতে হবে এইসব প্রশ্নই এখন শ্রমিকদের মনে।