খবর এইসময়, নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পা রেখেও দুর্ঘটনার কবলে ১৮৪ জন ভারতীয়। সন্ধ্যা ৭.৪১-এ দুবাই থেকে কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ভেঙে পড়ল কারিপুর এয়ারপোর্টে। ভারী বৃষ্টির ফলে পিছলে গিয়ে বিমানটি গিয়ে সামনের পাহাড়ে ধাক্কা মারে। সৌভাগ্যক্রমে বিমানটিতে আগুন ধরে যায়নি। কিন্তু আঘাতের তীব্রতায় দুই টুকরো হয়ে গিয়েছে বিমানটি। এখনও পর্যন্ত দুই পাইলট সহ মৃত কমপক্ষে ২০জন। আহত ১২৩ জন, এর মধ্যে গুরুতর ১২ জন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজয়ন তাঁকে জানান যে কোঝিকোড় ও মাল্লাপুরামের কালেক্টররা কারিপুর বিমানবন্দরে গিয়ে উদ্ধারকাজের তদারকি করছেন।
সেখানে এনডিআরএফ-কে দ্রুত যেতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেরালা থেকেই নির্বাচিত সাংসদ রাহুল গান্ধী ও শশী থারুর।