পল্লব হাজরা, বেলঘড়িয়া: পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ সহ মালদা একের পর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ রীতিমতো রাতের ঘুম কেড়েছে প্রশাসনের। নবান্নে তরফে বেআইনি বাজি কারখানার বন্ধের নির্দেশিকা প্রকাশ হইতে বেড়েছে পুলিশি তৎপরতা ।জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। অবৈধ থেকে বৈধ রাজ্যের সমস্ত বাজি কারখানার দুয়ারে কড়া নাড়ছে পুলিশ। এখনো পর্যন্ত রাজ্যে জুড়ে গ্রেফতারের সংখ্যা ১৪৩ জন।
অবৈধ বাজির রমরমা রুখতে পুলিশি অভিযানে বেলঘড়িয়া থানা অন্তর্গত বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করল বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত টিঙ্কু মজুমদার নামে এক বাজি ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর পরবর্তী সময় গুলিতেও এই অভিযান জারি থাকবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় ইস্ফোরণের জুড়ে কেঁপে উঠে গোটা গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। দিন কাটেতে না কাটতে বজবজে দাসপাড়ায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩জনের।
পুলিশি অভিযানের ফলে কত দিনে রোখা যাবে এই মৃত্যু মিছিল সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ।