Homeশিরোনাম‘আন্দোলনজীবী’র আঁচে প্রধানমন্ত্রী

‘আন্দোলনজীবী’র আঁচে প্রধানমন্ত্রী

Published on

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আন্দোলনজীবী’ মন্তব্যের জোরালো সমালোচনায় সরব বিরোধী থেকে কৃষক নেতারা।
সোমবার রাজ্যসভায় মোদীর দাবি ছিল, নতুন এক ধরনের মানুষের দেখা মিলছে, যাঁরা ‘আন্দোলনজীবী’। সেই সূত্রে তাঁদের ‘পরজীবী’ও বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, যেখানেই আন্দোলন, সেখানেই পৌঁছে যান এই ‘গোত্রে’র মানুষ। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, বেঁচে থাকেন আন্দোলনকে উপজীব্য করে। পাশাপাশি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলিব্রিটিদের টুইটের প্রেক্ষাপটে এফডিআই-এর ব্যাখ্যা পাল্টে বলেন — ফরেন ডেসট্রাকটিভ ইডিয়োলজি।
‘আন্দোলনজীবী’ মন্তব্যে তাঁদের অসম্মান করা হয়েছে বলে মনে করছেন কৃষকরা। কিষান মজদুর সংঘর্ষ কমিটির কথায়, ‘প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছেন। আমরা সে জন্য প্রস্তুত। তিনি বলছেন, কৃষকদের সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু কাদের সঙ্গে কথা বলছেন উনি? সেটা পরিষ্কার করেননি।’
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মোদীর বক্তব্যকে ‘অসত্য’ বলে বিঁধেছেন। তাঁর টুইট — আমরা উন্নয়নের স্বার্থে বরাবরই সংস্কার চেয়েছি। কিন্তু কৃষিকে ধ্বংস করে চাষির পেটে লাথি মেরে কোনও স্বার্থান্বেষী কর্পোরেটের সুবিধা করে দেওয়ার পক্ষপাতী আমরা নই। ‘আন্দোলনজীবী’ মন্তব্যে তাঁর দ্বিতীয় টুইট — মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও জীবন সুরক্ষিত করতে এই আন্দোলন করছেন। তাঁরা পরজীবী নন।
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এই আন্দোলনকে কোনও ধর্মের সঙ্গে যুক্ত না-করে কৃষকদের সুবিচার দেওয়ার জন্য মোদীর কাছে আবেদন জানিয়েছেন। কংগ্রেসও মনে করে, কৃষকদের সমস্যার সমাধান না করে এবং এ ব্যাপারে উচ্চবাচ্য না করে মোদী আসলে তাঁদের সঙ্গে প্রতারণা করলেন।
পাশাপাশি রাজ্যসভায় মোদী পাঞ্জাবের অবদান নিয়ে বক্তব্য রাখার কারণেও বিরক্ত কৃষকরা। তাঁদের বড় অংশের মতে, রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এটা তাঁকে করতেই হতো। সংযুক্ত কিষান মোর্চার তরফে ক্রান্তিকারী কিষান ইউনিয়নের সভাপতি দর্শন পাল বলেন, ‘পাঞ্জাবের অবদানকে স্বীকৃতি জানাতেই হবে, সে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু এটা দেশের সমস্ত কৃষকের আন্দোলন। আন্দোলনজীবী বলে প্রধানমন্ত্রী কৃষকদের যে অসম্মান করেছেন, আমরা তার নিন্দা করছি। ওঁকে মনে করিয়ে দিতে চাই যে এ রকম আন্দোলনই দেশকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করেছে। আন্দোলনজীবী হয়ে আমরা গর্বিত।’

Latest News

IND vs AUS: পার্থে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ক্যাঙ্গারুদের ধরাশায়ী হতে দেখল গোটা বিশ্ব। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৩৪...

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Gaganyaan Mission: গগনযান মিশনে সুখবর! মার্চেই হবে উৎক্ষেপণ, বিজ্ঞানীরা সমুদ্র থেকে দেখবেন, জেনে নিন ইসরোর পরিকল্পনা

গগনযান (Gaganyaan Mission) ভারতের সবচেয়ে বড় মহাকাশ অভিযান। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প 'গগনযান'...

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

More like this

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...