নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: সপ্তম পে কমিশন নিয়ে আবারও এক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সরকারি কর্মচারীদের জন্য নাইট ডিউটি অ্যালাউন্স লাগু করতে চলেছে সরকার। অর্থাৎ যে সব সরকারি কর্মচারীরা নাইটট ডিউটি করেন এবার তাঁদের মাইনে বাড়তে চলেছে।
এই মর্মে নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। নির্দেশ অনুযায়ী নতুন নিয়ম লাগু করা হবে ১ জুলাই থেকে। নাইট ডিউটির সময় প্রত্যেক ঘণ্টায় ১০ মিনিট ওয়েটেজ দেওয়া হবে। নাইট ডিউটি অ্যালাউন্সের বেসিক পে-র সিলিং ৪৩৬০০ টাকা প্রতি মাসে ঠিক করা হয়েছে ৷ সরকার এই অ্যালাউন্স ঘণ্টার উপর হিসেব করে দেবে। সপ্তম পে কমিশেন উপর বেসিক পে ও ডিএ ক্যালকুলেট করা হবে।
শুধু তাই নয়। সরকারি অফিসে যাঁরা স্টেনোগ্রাফার হিসেবে কাজ করেন তাঁদের জন্যও রয়েছে সুখবর। কেউ যদি প্রতি মিনিটে ১০০টি শব্দ টাইপ করতে পারেন সেক্ষেত্রে অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাবেন তিনি। আবার কেউ যদি প্রতি মিনিটে ১২০টি শব্দ টাইপ করতে পারেন সেক্ষেত্রে মিলবে আরও একটি অ্যাডভান্স ইনক্রিমেন্ট।
সবমিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য এই করোনা আবহে সুখবর আনল কেন্দ্র সরকার। যেভাবে বাজার অগ্নিমূল্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই পদক্ষেপে কিছুটা সুরাহা মিলবে কর্মচারীদের। এমনিতেই পূর্বে সপ্তম পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এই কমিশন গ্রহণ করেছিল এবার তার ওপর এই বড় সিদ্ধান্ত নেওয়া হল।