সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে বিভিন্ন জায়গায় অভিযান চালান জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিরা। এদিন সৈকত নগরীর বিভিন্ন খাবারের স্টল গুলিতে অশচ্ছ এবং অসচেতনতার বিষয় ধরলো খাদ্য সুরক্ষা দপ্তর।
স্টলের যেখানে সেখানে নোংরা আবর্জনা। চাওমিন সহ বিভিন্ন খাওয়ার গুলিতে বসে রয়েছে মাছি, বিভিন্ন সবজী গুলিতে পড়ে রয়েছে পোকামাকর। এখানেই শেষ নয়, বিভিন্ন খাবারের যে উপকরণ গুলি ব্যবহার করা হচ্ছে সেগুলোর প্যাকেটে কোনও তারিখ উল্লেখ নেই, যা পর্যটকদের খাওয়ানো হচ্ছে। বহুবার সতর্ক করা সত্বেও কর্ণপাত করেননি কেউ এমনই অভিযোগ করলেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিরা।
তবে এদিন আর মুখে নয়, সৈকত সরণি গুলিতে অভিযান চালিয়ে সেই সমস্ত দোকান গুলোকে সিজ করলেন খাদ্য সুরক্ষা দপ্তর। কোনও রকম উত্তেজনা এড়াতে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ব্লক আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক ও দিঘা থানার পুলিশ সাথে নিয়েই অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর।