নবান্ন অভিযানে নাশকতার ছক! ঘাটালের ৩ বিজেপি নেতা(Bjp) গ্রেফতার। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। তৃণমূলের দেখানো জোড়া ভিডিওয় হাওয়া গরম। ভিডিও প্রকাশের পরেই গতকাল ধৃত ৩ বিজেপি নেতা। ধৃত খড়ারের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। গ্রেফতার রাজ্য বিজেপির আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায়। একইসঙ্গে গ্রেফতার চন্দ্রকোনার মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মাল।ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তিন বিজেপি নেতাকে। নবান্ন অভিযানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ৩ বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় ও বাবলু গঙ্গোপাধ্যায়, চন্দ্রকোনার মণ্ডল বিজেপির সভাপতি বিপ্লব মালের একটি ভিডিও প্রকাশ করা হয়, সেই ভিডিওতে দেখা যায় ওই বিজেপি নেতারা বিস্ফোরক বক্তব্য করছেন, নবান্ন অভিযানে সামনে রেখে। সেই ভিডিও প্রকাশের পরেই ৩ বিজেপি নেতাকে ঘাটাল থানায় নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই ওই বিজেপি নেতাদের গ্রেফতার করা হয়েছে রাত নাগাদ, এমনই পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে। উস্কানিমূলক বক্তব্য-সহ আরও বেশ কয়েকটি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে এমনই জানা যায়।
সোমবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা। দাবি করেন, এই নবান্ন অভিযানে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তাঁরা। বেশ কিছু ভিডিয়ো তাঁদের হাতে এসেছে বলেও দাবি করেন। গন্ডগোল করার চেষ্টা, এমনকী পুলিশের পোশাক পরে গুলি চালনার পরিকল্পনারও অভিযোগ তোলে শাসকদল। কুণাল ঘোষ বলেন, “ভিডিয়োগুলো আমাদের হাতে এসেছে। আইনত যেখানে যেখানে দেওয়ার, আমরা দেব।”