Municipal Elections: পাহাড়ে তিনটে পুরসভার দ্রুত নির্বাচন! বিধানসভায় আশ্বাস পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

রাজ্যের বিভিন্ন নির্বাচন হয়ে গেলেও বহু পুরসভায় (Municipal Elections) নির্বাচন এখনও হয়নি। সেখানে প্রশাসক (Municipal Elections)  দিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এবার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় পুরসভায় ভোট (Municipal Elections)  করানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন ধরা যাক পাহাড়ে (Municipal Elections)  তিন পুরসভার নির্বাচন হয়েছিল হয়েছিল সাত বছর আগে। সেই পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। প্রশাসক (Municipal Elections)  দিয়ে কাজ করানো হচ্ছে। সেই তিন পুরসভার (Municipal Elections)  নির্বাচন দ্রুত হবে বলে ফিরহাদ হাকিম বিধানসভায় ইঙ্গিত দিয়েছেন। এই তিন পুরসভা হল মিরিক, কার্শিয়াং, কালিম্পং।

 

পাহাড়ে মোট চারটি পুরসভা। দার্জিলিং, মিরিক, কালিম্পং ও কার্শিয়াং।  ২০১৭ সালে এই চারটি পুরসভাতে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা তিনটেতে জয় লাভ করে। শুধু মিরিকে তৃণমূল জয় পেয়েছিল। কিন্তু ২০২৩ সালে শুধু দার্জিলিং পুরসভার নির্বাচন হয়।অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করে। এই অনীত থাপার কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এখনও দার্জিলিং পুরসভার মেয়াদ শেষ হয়নি। তাই সেখানে নতুন করে নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু বাকি তিনটি পুরসভায় অনেকদিন ধরে নির্বাচন হয়নি। সেখানে পুরসভা নির্বাচনের প্রয়োজন রয়েছে। কার্শিয়াং, কালিম্পং, মিরিকে ২০১৭ সালের পর পুরসভার ভোট হয়নি। তাই সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। এভাবেই সেখানে পুরসভার সমস্ত পরিষেবা জারি করা হয়েছে। ২০২২ সালে বাংলার পুরসভা নির্বাচন হলে পাহাড়ের পুরসভাগুলো তার বাইরে ছিল। ২০২৩ সালে দার্জিলিং পুরসভার নির্বাচন হলেও এখনও বাকি তিন পুরসভার নির্বাচন বাকি রয়েছে। এই তিনটি পুরসভায় দ্রুত নির্বাচন হবে বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন।

একুশের বিধানসভা, বাইশের পুরসভা, তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে এই তিনটি পুরসভাতে সাফল্য পেতে আশাবাদী তৃণমূল। তবে আগের পুরসভা নির্বাচনে মিরিক ছাড়া কোনওটাতেই তৃণমূল জয় দেখতে পায়নি।