কলকাতা: রাম কারোর একার সম্পত্তি নয়৷ বিজেপি রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে৷ শুধু তাই লোকসভা নির্বাচনের আগে রাম নবমীকে হাতিয়ার করেছে পদ্মশিবির৷ কিন্তু রাম নবমী কোনো রাজনৈতিক কর্মসূচি নয়৷ এমনটাই দাবি করছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস৷
ঘাষফুল শিবিরের দাবি, কোনও তৃণমূল নেতা, কর্মী বা প্রার্থী যদি রামনবমীর আয়োজক কমিটির সঙ্গে যুক্ত হতে চান বা নিজেরা আয়োজন করতে চান সেক্ষেত্রে দলের তরফে কোনও বাধা নেই৷ আর তারপরই রাজ্য জুড়ে তৃণমূলের নেতা-কর্মীরাও মেতেছেন রাম নবমী পালনে৷ বুধবার বিকেলে অনেক তৃণমূল প্রার্থী পা মেলাবেন মিছিলে৷
সূত্রের খবর, এদিন উত্তর কলকাতায় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার পরিচালনায় বিকেল ৪টেয় পালিত হবে রাম নবমীর মিছিল৷ একই সময় ভবানীপুর অঞ্চলে ৭০ নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় রামনবমীর মিছিলে পা মেলাবেন৷ অন্যদিকে, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরে রামনবমীর মিছিলে হাঁটবেন৷
অপরদিকে, মেদিনীপুরের ঘাটালেও তৃণমূল প্রার্থী দেব এবং জেলা সভাপতি অজিত মাইতি হাঁটবেন রাম নবমীর মিছিলে৷ হাওড়ায় বুধবার সকালে রাম নবনীর মিছিলে যোগ দিয়েছিলেন প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়৷ বীরভূম জেলার সাঁইথিয়া-রামপুরহাট-বোলপুরেও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে রাম নবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে৷
রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি রাম নবমীর মিছিলকে লোকসভা নির্বাচনের হাতিয়ার করেছে৷ পিছিয়ে নেই তৃণমূলও৷ যদিও তৃণমূল দাবি করছে এই মিছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয়৷ কিন্তু তবুও ঘাষফুল শিবিরের এই মতামত মানতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, শাসক ও বিরোধী দুই দলই রাম নমবীর মিছিলকে ভোট প্রচারের হাতিয়ার করেছে৷