পুরুষ শূন্য বাড়িতে লুঠ করে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। এই ভয়ঙ্কর ঘটনা বীরভূমে (TMC Leader) ঘটেছে বলে জানা গিয়েছে। জমি নিয়ে পুরনো বিবাদের জেরে সিউড়ি থানা এলাকার নহদরি গ্রামে এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader) বাবু আনসারি ও তার দলবলের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত নেতা বাবু আনসারি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তিনি দাবি করেছেন, হুকিং করতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আসমা খাতুন নামের তরুণী অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে আবু আনসারি তাঁদের জমি দখল করতে চায়। কিছু দিন আগে তাঁর বাবা ও কাকার সঙ্গে বাবু আনসারির দলবলের মারপিট হয়। পুলিশ উল্টে তাঁর কাকাকে ধরে নিয়ে যায়। তাঁর কাকু এখন জেলে। বাবু আনসারির ভয়ে বাড়ি ছাড়া তাঁর বাবা। তরুণী বলেন, ঘটনার দিন তিন জন মেয়ে তিনি, তাঁর মা ও বৌদি বাড়িতে ছিলেন। এদিন সন্ধে সাতটা নাগাদ আবু আনসারির লোকেরা বাড়িতে আসে। তারা বন্দুক দেখিয়ে তিন মহিলাকে বাড়ির বাইরে বের করে দেন। এরপর বাড়ি লুঠ করে। ২৫ জন দুষ্কৃতী এসেছিল বলে তরুণী অভিযোগ করেন। তারা সোনার গয়না, টাকা পয়সা বাড়ির সমস্ত কিছু লুঠ করে। তারপর যাওয়ার সময় বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সমস্ত নথি, কাগজ লুঠ হয়েছে বলে তিনি জানান।
খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করে। অন্যদিকে, বেশ কিছুক্ষণ পরে দমকল পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
অন্যদিকে, তৃণমূল নেতা বাবু আনসারি পাল্টা অভিযোগ করেছেন, যারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা সব জমি মাফিয়া। জমির মালিকানা নিয়ে একটি সালিশি সভার আয়োজন করা হয়। ওরা সেই সালিশি সভাতেও হাজির ছিল না। তারপর আমরা জমির মালিককে আদালতে যাওয়ার পরামর্শ দিই। সেই আক্রোশ থেকে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। সন্ধার সময় হুকিং করতে গিয়েই শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছে বাড়িতে বলে তিনি দাবি করেন।